“অভিষেক শর্মা — এক উদীয়মান তারা, যাঁর ব্যাটে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ।”
ভারতের ক্রিকেটাঙ্গনে যখন নতুন প্রজন্মের সূর্য উদিত হচ্ছে, তখন অভিষেক শর্মা হচ্ছেন সেই তরুণ যিনি প্রতিটি শটে জানান দেন তাঁর প্রতিভার গভীরতা ও পরিশ্রমের ছাপ। মাঠে নামলেই তাঁর ব্যাট যেন কথা বলে — কখনো আগ্রাসী, কখনো ধৈর্যশীল; কিন্তু সব সময় আত্মবিশ্বাসে ভরপুর।
কঠোর অনুশীলন, নিখুঁত ফিটনেস এবং খেলার প্রতি তাঁর অগাধ ভালোবাসা তাঁকে আলাদা করে চিনিয়ে দিয়েছে। প্রতিটি ইনিংসে, প্রতিটি রান গড়ে তোলে তাঁর প্রতি জাতির প্রত্যাশার ভিত। যদিও সময়টা বেশ কিছু ম্যাচ ধরে খুব একটা ভালো যাচ্ছিলো না,ইনিংস বড় করতে পারছিলেন না প্রশ্ন উঠছিলো ধারাবাহিকতা নিয়ে। তবে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে অভিষেক শর্মার আত্মবিশ্বাস যেন বন্ধ করে দিলো সকল প্রশ্নের দরজা। তুলোধুনো করলেন পাঞ্জাব কিংসের বোলারদের, পাঞ্জাব কিংসের দেওয়া রান ২৪৬ এর বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৪০ বলের এক দানবীয় ইনিংস খেলে তুলে নেন শতরান ! শুধু সেঞ্চুরিতেই থেমে থাকেননি তিনি – মাত্র ৫৫ বলে ১০ ছয় ও ১৪ চারের ঘূর্ণিঝড়ে ১৪১ রানে ফিরলেও গড়েছেন আইপিএল ইতিহাসে যেকোন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ।
এইখানেই শেষ নয়, রাজকীয় এই ইনিংসের পর আলোচনায় ও প্রশংসায় ভাসছেন এই তরুণ সেঞ্চুরির পর করা সেলিব্রেশনে। ৪০ বলে সেঞ্চুরির পর পকেট থেকে একটি চিরকুট বের তুলে ধরে জানান দেন তার আত্মবিশ্বাস আকাশচুম্বী। যেন নিজের আজকের এই মহাকাব্যিক ইনিংস সম্পর্কে তিনি আগেই জানতেন। প্রশ্ন জাগতেই পারে কি লেখা ছিল সেই চিরকুটে?
অভিষেক চিরকুটে লিখেন – “This one is for Orange Army”
এই সিনেমেটিক গল্পের বাস্তবিক রূপ দর্শন করার পর মনে হতেই পারে – আত্মবিশ্বাসের আরেক নাম অভিষেক শর্মা?
ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল রত্নকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীর পথে ।