মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে কনসার্ট স্থগিতের বিষয়টি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হওয়ার কথা ছিল।
কিন্তু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামে আজকের কোনো বুকিং ছিল না।
এরপর থেকে আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না। এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
কনসার্ট টির টিকেট তিন ক্যাটাগরিতে বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা।
মুস্তফা জাহিদ পাকিস্তান পেরিয়ে ভারতেও অনেক জনপ্রিয় একজন। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানে কন্ঠ দিয়েছিলেন তিনি।
মুস্তফা জাহিদের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।