পহেলগাঁও ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মাহিরা ও হানিয়া ভারতের এই অভিযানকে কাপুরুষোচিত বলে দাবি করেছেন।
পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করেছিলেন দুই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর নিন্দা করলেন তাঁরা। পহেলগাঁও কাণ্ডের দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা। তার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করে ভারত সরকার। হানিয়া ও মাহিরা-সহ অন্য পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বাতিল করে দেওয়া হয়।
সেই পহেলগাঁও ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মাহিরা ও হানিয়া ভারতের এই অভিযানকে কাপুরুষোচিত বলে দাবি করেছেন।
মঙ্গলবার রাত ১.৪৪ মিনিটে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। হানিয়া তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “আমার কাছে বলার মতো ভাল শব্দ এখন নেই। আমার রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মন ভার হয়ে রয়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ভেঙে পড়েছে। সেটা কিসের জন্য? এই ভাবে মোটেও সুরক্ষা দিতে হয় না। এটা নিষ্ঠুরতা। নিরীহ মানুষের উপর বোমা ছুড়ে সেটাকে কৌশল বলছেন! এটাকে শক্তি বলে না। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত। আমরা আপনাদের দেখছি।”
মাহিরাও পহেলগাঁও-এর নিন্দা করেছিলেন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁর বক্তব্য, “সত্যিই কাপুরুষোচিত। আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। মানুষের যেন সুবুদ্ধি বজায় থাকে।”
অভিনেত্রী মাওরা হোসেন বলিউডেও কাজ করেছেন। তিনি বলেছেন, “পাকিস্তানের উপর ভারতের এই কাপুরুষোচিত অভিযানের চরম নিন্দা করি। নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুক।”