ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশসহ সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দিয়েছে। তালিকায় আরও রয়েছে ভারত, মিশর, মরক্কো, তিউনিসিয়া, কলম্বিয়া ও কসোভো। এই পদক্ষেপের ফলে এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদন দ্রুত প্রক্রিয়া করা হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা নাকচ হওয়ার সম্ভাবনাই বেশি।
ইইউ জানিয়েছে, বহু দেশেই এখন আশ্রয় আবেদন জমে আছে, তাই প্রক্রিয়া সহজ করতেই এই উদ্যোগ। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, যেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা বা নিরাপত্তা নেই, সেসব দেশকে ‘নিরাপদ’ বলা ঠিক নয়।
এই প্রস্তাব কার্যকর হতে হলে সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে। অনুমোদিত হলে, বাংলাদেশিদের ইউরোপে রাজনৈতিক আশ্রয় পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে উঠতে পারে।