শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার আমেরিকা ও ইউরোপে যাচ্ছে দাগি

এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশোর সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালিত এ সিনেমাটি গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সঙ্গে নিউজিল্যান্ডেও মুক্তি পেয়েছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে “দাগি”

আগামী ২৫ শে এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাতদিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল, ওকলাহোমাসহ বেশ কয়েকটি শহরে।

এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো এবং আরও কিছু শহরে। এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরও বিভিন্ন দেশে।

ছবির নির্মাতা শিহাব শাহীন বলেছেন, ‘দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। সামনে আরও কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম সাড়া পাব বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।’

এবার আমেরিকা ও ইউরোপে যাচ্ছে দাগি

এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশোর সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালিত এ সিনেমাটি গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সঙ্গে নিউজিল্যান্ডেও মুক্তি...

ঘটনাস্থলে আসতে দেরি করায় পুলিশের মাথা ফাটালো অভিযোগকারী

গাজীপুর জেলার শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনা হওয়ায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে...

ঈদে মুক্তিপ্রাপ্ত ৪ সিনেমায় এগিয়ে কে

এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে ৪টি সিনেমা এখনো রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাগুলো হলোঃ শাকিব খান অভিনীত "বরবাদ", আফরান নিশো অভিনীত "দাগী",...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইনডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি শিক্ষক...