বুধবার, মে ৭, ২০২৫

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ ডেইলি স্টার কে  এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।

 

তিনি জানান, ফলাফল প্রকাশ নিয়ে ইতোমধ্যে আমাদের টেকনিক্যাল কোর কমিটির সভা হয়েছে। সভায় ফলাফল প্রকাশ নিয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে। সোমবার বিকেল ৪টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সন্ধ্যার মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলাফল পাবেন জানিয়ে তিনি আরও বলেন, উপাচার্যদের সভা শেষে আশা করছি সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে গত শুক্রবার সারা দেশের ২০টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৪৫ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

‘১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ’— এমন সিদ্ধান্ত নেয়নি ইউজিসি

‘১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ’— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এমন খবরে তুলকালাম শুরু হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)...

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে আসছে নতুন ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’, শুক্রবার আত্মপ্রকাশ

আগামী শুক্রবার (৯ মে) জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের...

স্বতন্ত্র প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল টঙ্গী তামীরুল মিল্লাত মাদ্রাসা

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখার শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ১১ কোটি টাকায় নিজ নামে জমি কিনেছে। একই সঙ্গে বহু প্রতীক্ষার পর...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

‘১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ’— এমন সিদ্ধান্ত নেয়নি ইউজিসি

‘১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ’— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এমন খবরে তুলকালাম শুরু হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)...