শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঘটনাস্থলে আসতে দেরি করায় পুলিশের মাথা ফাটালো অভিযোগকারী

গাজীপুর জেলার শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনা হওয়ায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানি। এ ঘটনায় অভিযুক্ত দোকানদারকে আটক করে কারাগারে পাঠিয়েছে শ্রীপুর থানার পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো. আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানার অধীন মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন তিনি।

অভিযুক্ত দোকানদার মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় শৈলাট বাজারে একটি মুদিদোকান চালান।

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসমতউল্লাহ জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নম্বর দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদিদোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানি পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানিকে আটক করে। এ ঘটনায় দোকানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক নয়ন কুমার কর বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদে পুলিশের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেরিতে পৌঁছার অভিযোগটি সঠিক নয়।

এবার আমেরিকা ও ইউরোপে যাচ্ছে দাগি

এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশোর সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালিত এ সিনেমাটি গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সঙ্গে নিউজিল্যান্ডেও মুক্তি...

ঘটনাস্থলে আসতে দেরি করায় পুলিশের মাথা ফাটালো অভিযোগকারী

গাজীপুর জেলার শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনা হওয়ায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে...

ঈদে মুক্তিপ্রাপ্ত ৪ সিনেমায় এগিয়ে কে

এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে ৪টি সিনেমা এখনো রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাগুলো হলোঃ শাকিব খান অভিনীত "বরবাদ", আফরান নিশো অভিনীত "দাগী",...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইনডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি শিক্ষক...