ছয় দফা দাবি বাস্তবায়ন ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বাদ জুমা দেশব্যাপী একযোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকায় হওয়া বিক্ষোভ মিছিলের প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের পরনেও ছিল ‘কাফনের কাপড়’। ঢাকায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে গিয়ে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়। পেজটিতে দেওয়া পোস্ট ও ভিডিওতে বলা হয়, জুমার নামাজের পর সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফন আন্দোলনের মতো কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হওয়া বৈঠক নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশের পর দাবি আদায়ে এ কর্মসূচির ঘোষণা আসে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ক্র্যাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই নিয়োগবিধি সংশোধন। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোর্স চালু।
উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ এবং যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
দেশজুড়ে কর্মসূচি পালন: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর, ময়মনসিংহ, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ‘কাফন মিছিল’ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজের পর শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে ‘কাফনের কাপড়’ পরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বুড়িরহাট বাজার ঘুরে পলিটেকনিকের গেটে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউট মাঠের সামনে থেকে গতকাল বাদ জুমা ‘কাফন মিছিল’ বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে চরপাড়া মোড় হয়ে পলিটেকনিক মূল ফটকে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় তাদের ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কুড়িগ্রামে গতকাল বাদ জুমা পৌর শহরের মার্কাজ মসজিদ এলাকা থেকে ‘কাফন মিছিল’ বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণের পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।