পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভায় দুর্নীতি তদন্তে দুদক এর অভিযান,,,,,
#ঈশ্বরদী পৌরসভা কার্যালয়ে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং পৌরসভার অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, পাবনা অভিযান পরিচালনা করেছে। রবিবার (৪ মে) সকাল ১১টা থেকে এ পৌরসভা কার্যালয়ে এ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদ এবং ঈশ্বরদী পৌরসভা, পাবনা হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় ঈশ্বরদী স্টেডিয়াম উন্নয়ন সংক্রান্ত কাজ, অরনকোলা পশুরহাট ইজারা, উন্নয়ন ও বাজারের জায়গা দখল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম রয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়।
অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম। রেকর্ডপত্র যাচাই ও পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
এ বিষয়ে অভিযান পরিচালনা টিমের প্রধান ও দুর্নীতি দমন কমিশন পাবনা জেলা কমিশনার সাধন সুত্রধর জানান, ‘আমাদের তদন্ত কাজ এখনো শেষ হয়নি, তদন্ত সমাপ্ত হলে আমরা পুর্ন রিপোর্ট অধিদপ্তরে পাঠানো হবে।’
তিনি জানান, ‘ঈশ্বরদী পৌরসভার নিয়ন্ত্রাধিন ঈশ্বরদী স্টেডিয়ামে অবৈধভাবে এক ঠিকাদারের ইট, বালি রেখে ব্যবসা করছে যা অবৈধ।’
দুদক জানায়, বিগত সাবেক মেয়র ইসহাক আলী মালিথার সময়কালে বিভিন্ন কাজের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রধান সাধন সুত্রধর জানান, পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে পানি নিষ্কাশনসহ ইজারার সময় বিভিন্ন সংস্কারের কথা থাকলেও করা হয়নি। বিশেষ করে অরণখোলা পশু হাটে কোন সংস্কার করা হয়নি।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবির কুমার দাস জানান, অভিযানটি মূলত সাবেক মেয়র ইসহাক আলী মালিথার সময়ের। আমি শুনেছি তারা তদন্ত কাজের একটি প্রেস ব্রিফিং করেছে তবে সেটি আমাকে দেয়নি।