লিটন কুমার দাস — এক নিঃশব্দ যোদ্ধার নাম
সব আলো যখন অন্য কারো দিকে, লিটন তখনো ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন—নিরবে, নিঃশব্দে, দেশের জন্য লড়াই করতে করতে। কখনো প্রশংসা পান, কখনো সমালোচনার তীর ছুঁড়ে দেওয়া হয় তাঁর দিকে। তবুও তিনি থেমে থাকেন না। কারণ, লিটন জানেন—ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা তাঁর অস্তিত্ব, তাঁর ভালোবাসা, তাঁর বাংলাদেশ।
চোখে ঝলকানো সেই ক্লাসিক্যাল ব্যাটিং, সময়ের সাথে নিজেকে নতুন করে গড়ার যে সংগ্রাম, তা বলে দেয়—লিটন দাস কেন সবার চেয়ে আলাদা । তিনি শুধু ওপেনার নন, তিনি উইকেটের পেছনে থাকা নির্ভরযোগ্য ম্যাজিশিয়ান। একেকটি ইনিংস যেন একেকটি কবিতা, যেখানে প্রতিটি স্ট্রোক বলে দেয়—“আমি আছি, আমি পারি, আমি লড়বো।
বাংলার সেই ক্লাসিক্যাল লিটন ডাক পায় এশিয়ার সেরা টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ গুলোর মধ্যে অন্যতম পিএসএলে। গত চার দিন আগে দেশ ছেড়েছেন তার দল করাচি কিংসের উদ্দেশ্য। তাকে সাদরে গ্রহণ করে নেয় করাচি কিংস, বেশ ফুরফুরে মেজাজেই মানিয়ে নিয়েছিলেন টিমের বাকি সদস্যদের সাথে , কিন্তু আজ দুপুর ১২ টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে লিটন দাস জানান “করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে আমি সত্যিই উত্তেজিত ছিলাম, কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনা ছিল অন্যরকম। অনুশীলনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে আমার চুলের রেখা ভেঙে গেছে, এবং সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।দুঃখের বিষয়, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত আরোগ্যের জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।”
অর্থাৎ , করাচি কিংসের টিম অনুশীলন করতে গিয়ে হাতের আঙুলে চোট পান এবং সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে মূলত সে কারনেই পিএসএল থেকে ছিটকে যান তিনি। বাংলাদেশ সহ করাচি কিংসের অনেক ভক্ত-অনুরাগী বিষন্ন হলেও সকলেই চান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক এই বাংলার সুপাস্টার।