শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

“পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাস”

লিটন কুমার দাস — এক নিঃশব্দ যোদ্ধার নাম

 

সব আলো যখন অন্য কারো দিকে, লিটন তখনো ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন—নিরবে, নিঃশব্দে, দেশের জন্য লড়াই করতে করতে। কখনো প্রশংসা পান, কখনো সমালোচনার তীর ছুঁড়ে দেওয়া হয় তাঁর দিকে। তবুও তিনি থেমে থাকেন না। কারণ, লিটন জানেন—ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা তাঁর অস্তিত্ব, তাঁর ভালোবাসা, তাঁর বাংলাদেশ।

চোখে ঝলকানো সেই ক্লাসিক্যাল ব্যাটিং, সময়ের সাথে নিজেকে নতুন করে গড়ার যে সংগ্রাম, তা বলে দেয়—লিটন দাস কেন সবার চেয়ে আলাদা । তিনি শুধু ওপেনার নন, তিনি উইকেটের পেছনে থাকা নির্ভরযোগ্য ম্যাজিশিয়ান। একেকটি ইনিংস যেন একেকটি কবিতা, যেখানে প্রতিটি স্ট্রোক বলে দেয়—“আমি আছি, আমি পারি, আমি লড়বো।

বাংলার সেই ক্লাসিক্যাল লিটন ডাক পায় এশিয়ার সেরা টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ গুলোর মধ্যে অন্যতম পিএসএলে। গত চার দিন আগে দেশ ছেড়েছেন তার দল করাচি কিংসের উদ্দেশ্য। তাকে সাদরে গ্রহণ করে নেয় করাচি কিংস, বেশ ফুরফুরে মেজাজেই মানিয়ে নিয়েছিলেন টিমের বাকি সদস্যদের সাথে , কিন্তু আজ দুপুর ১২ টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে লিটন দাস জানান “করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে আমি সত্যিই উত্তেজিত ছিলাম, কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনা ছিল অন্যরকম। অনুশীলনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে আমার চুলের রেখা ভেঙে গেছে, এবং সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।দুঃখের বিষয়, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত আরোগ্যের জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।” 

 

অর্থাৎ , করাচি কিংসের টিম অনুশীলন করতে গিয়ে হাতের আঙুলে চোট পান এবং সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে মূলত সে কারনেই পিএসএল থেকে ছিটকে যান তিনি। বাংলাদেশ সহ করাচি কিংসের অনেক ভক্ত-অনুরাগী বিষন্ন হলেও সকলেই চান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক এই বাংলার সুপাস্টার।

 

 

” বিসিবি-তে দুদকের অভিযান”

বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে দিনের পর দিন খেলোয়াড় থেকে শুরু করে দেশের ক্রিকেট প্রেমীদের নানান অভিযোগ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল...

অভিষেক ম্যাচেই রিসাদ ঘূর্ণি !!

গেল বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ 'বিগ-ব্যাশে' দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছিলেন তরুণ ক্রিকেটার রিশাদ হোসাইন। "হোবার্ট হ্যারিকেন্স" এর হয়ে দল পেলেও শেষ...

“আত্মবিশ্বাসের আরেক নাম অভিষেক শর্মা ?

"অভিষেক শর্মা — এক উদীয়মান তারা, যাঁর ব্যাটে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ।" ভারতের ক্রিকেটাঙ্গনে যখন নতুন প্রজন্মের সূর্য উদিত হচ্ছে, তখন অভিষেক শর্মা হচ্ছেন সেই...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইনডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি শিক্ষক...