আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই একরকম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের মাঝে। মূলত এর কারণে অনেকে হারাচ্ছেন তাদের চাকরি। এমন অবস্থায় সিনেমায় এআই ব্যবহারের সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় হলিউড পরিচালক জেমস ক্যামেরন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছেন, চলচ্চিত্রের খরচ কমাতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যায়। এমনকি তিনি এ কাজে ইচ্ছাও পোষণ করেন। তার কথায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিছুটা হলেও ইতিবাচক ভাবনা বেড়েছে। বিষয়টাকে বুঝতে হবে। আমি নিজে ছবিতে ভিএফএক্স ব্যবহার করতে চাই।’
জেমস-এর মতে, ‘অ্যাভাটার’ বা ‘ডিউন’-এর মতো বড় বাজেটের ছবির খরচ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কমানো সম্ভব।
জেমসের এমন মন্তব্যের পর নানা মত দিয়েছেন নেটিজেনরা। অনেকেই তার সমালোচনা করেছেন। শিল্পীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জেমস ছবি তৈরি করলে সেই ছবি দেখবেন না বলেও জানিয়েছেন তার অনুরাগীদের একাংশ।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে শিল্পীদের কাজ হারানোর বিষয়টির ওপরেও জেমস গুরুত্ব দিয়েছেন। জেমস বলেন, ‘কর্মী ছাঁটাই নয়, বরং বুঝতে হবে এর ফলে কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। অন্যদিকে শিল্পীরাও নিজেদের অন্য কাজে নিযুক্ত করত পারবেন।