ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এবার তিন সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ‘বরবাদ’ মুক্তি পেতে চলেছে আমেরিকায়। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার আন্তর্জাতিক পরিসরে ‘বরবাদ’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১৮ই এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯শে এপ্রিল কানাডায় মুক্তি পাবে মুভিটি।
এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।সেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তার।
পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।
ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুভিটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল।
বছরের সবচেয়ে আলোচিত মুভিটিতে আরো অভিনয় করেছেন কলকাতার যিশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার। সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।