ভারতকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
ঢাকা, ১৭ এপ্রিল —
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে জড়ানোর অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”
তিনি বলেন, “বাংলাদেশ সরকার এ ঘটনায় মুসলিমদের ওপর হামলা ও জানমালের নিরাপত্তা হানির ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে।”
শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ চায়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত তার অভ্যন্তরে সকল ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করুক, যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে।
প্রসঙ্গত, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
—