যশোর শিক্ষাবোর্ডে চলমান এসএসসি পরীক্ষায় আজ (সোমবার) গণিত পরীক্ষায় চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে এবং পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী। তবে, শিক্ষাবোর্ডের ২৯৯ টি পরীক্ষা কেন্দ্রে কোথাও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের এসএসসি পরীক্ষায় গণিতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩২ হাজার ৮৩০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন। ১ হাজার ৯৭৩ জন অনুপস্থিত। নকল করার দায়ে এদিন চারজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে তাল-৫১৯ কেন্দ্রে ১ জন ও নওয়াবেকী-৪৪০ কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও অনুপস্থিত পরীক্ষার্থীদের খুলনায় ২৪৪, বাগেরহাটে ১৩৭, সাতক্ষীরায় ২০১, কুষ্টিয়ায় ২৫৩, চুয়াডাঙ্গায় ১৪৬, মেহেরপুরে ১১৮, যশোরে ৩৪৭, নড়াইলে ১১৩, ঝিনাইদহে ২৯০ ও মাগুরায় ১২৪ জন অনুপস্থিত রয়েছে।