যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, সান ফ্রান্সিসকো ও বোস্টনসহ বড় বড় শহরগুলোতে শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।
হোয়াইট হাউসের সামনে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা ‘অভিবাসীদের অধিকার রক্ষা করো’, ‘ছাঁটাই বন্ধ করো’—এমন নানা স্লোগানে রাজধানী মুখরিত করে তোলে। তাদের হাতে ছিল ফিলিস্তিন ও ইউক্রেনের পতাকা; কেউ কেউ ‘প্যালেস্টাইন মুক্ত করো’ এবং ‘রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ বার্তা লেখা ব্যানার বহন করছিলেন।
নিউইয়র্কে দৃশ্যপট ছিল আরও বর্ণাঢ্য। প্ল্যাকার্ডে লেখা ছিল—”আমরা পিছু হটবো না”। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সিয়াটলের রাস্তায়ও বিশাল জনসমাবেশ হয়।
বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমানো, এবং সরকারি চাকরিতে গণহারে ছাঁটাই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অনেকেই মনে করছেন, এসব সিদ্ধান্ত নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা এবং বৈচিত্র্য-অন্তর্ভুক্তির মতো মৌলিক নীতিগুলোকেও হুমকির মুখে ফেলেছে।
নিউইয়র্কের এক বিক্ষোভকারী বলেন,”আমরা একটি ন্যায্য সমাজ চাই। যেখানে সবাই নিরাপদ, সম্মানিত এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই বিক্ষোভগুলো তার নীতির প্রতি দেশব্যাপী অসন্তোষের স্পষ্ট প্রতিফলন।