লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাসিবুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল রাতে সীমান্তবর্তী এলাকায় ছিলেন। এই সময় বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরিবারের দাবি, তিনি কোনো অবৈধ কাজে জড়িত ছিলেন না।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘটনা তদন্ত করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।
নিহতের বাড়িতে শোকের ছায়া:
হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। তার মা বারবার ছেলের ছবি জড়িয়ে ধরে বিলাপ করছিলেন। এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করে সীমান্ত হত্যা বন্ধের জোর দাবি জানান।
জামায়াতের আমিরের প্রতিক্রিয়া:
ঘটনার পর নিহত যুবকের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। তিনি এ ঘটনাকে “মানবাধিকার লঙ্ঘন” হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানান।
স্থানীয়দের ক্ষোভ:
সীমান্তে বিএসএফের এই ধরনের আচরণ নতুন কিছু নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সীমান্তে বারবার নিরীহ মানুষ হত্যার ঘটনা ঘটছে, অথচ এর সুষ্ঠু সমাধান হচ্ছে না।