দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড “চিরকুট”। কয়েকদিন আগেই এ ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন, তাদের চতুর্থ অ্যালবামের কাজ শুরু করার কথা। এবার অ্যালবাম প্রস্তুত হওয়ার কথা জানালেন তিনি।

চিরকুট এর দলনেতা শারমিন সুলতানা সুমি। ছবিঃ সংগৃহীত
চিরকুট এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ৮ বছর পর চিরকুট-এর চতুর্থ স্টুডিও এ্যালবাম প্রস্তুত! মোট ২০ টি গান থেকে বাছাই করা মৌলিক সম্পূর্ণ নতুন ১০ টি গানের এ অ্যালবাম। অ্যালবাম টির নাম ও চূড়ান্ত করা হয়েছে, নাম জানানো হবে আগামী সপ্তাহে। এই ১০ টি গানের কথা, সুরকার ছিলেন ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি।