এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে ৪টি সিনেমা এখনো রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাগুলো হলোঃ শাকিব খান অভিনীত “বরবাদ”, আফরান নিশো অভিনীত “দাগী”, সিয়ামের ” জংলি” এবং মোশাররফ করিমের “চক্কর ৩০২”। দেখে নেওয়া যাক সিনেমা গুলোর মধ্যে কোনটি এগিয়ে।
বরবাদ
এবারের ঈদে শাকিব খানের ২টি মুভি মুক্তি পেয়েছে। তারমধ্যে ” বরবাদ” এর ঝড় যেন থামছেই না। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি বাংলাদেশ – ভারতের যৌথ প্রযেজোনায় নির্মিত। সিনেমা টিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঈধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও মিশা সওদাগর। “বরবাদ” সিনেমা টির বাজেট ১৫কোটি টাকা। ইতিমধ্যে প্রযোজক টিম থেকে ১ সপ্তাহের অফিশিয়াল কালেকশন জানানো হয়েছে, ১সপ্তাহে “বরবাদ” এর ইনকাম ২৭কোটি ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত সিনেমাটি ৩০কোটি+ কালেকশন করেছে!
দাগি
দীর্ঘ ২বছর পর “দাগি” সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন আফরান নিশো। সুরঙ্গের পর আবারো “দাগি” দিয়ে বাজিমাত করলেন তিনি। শিহাব শাহিন পরিচালিত সিনেমাটি এসভিএফ আলফা-আই ও চরকি যৌথভাবে প্রযোজনা করেছে। সিনেমা টিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও সুনেরাহ বিনতে কামাল ও ছিলেন। সিনেমা টির বাজেট আনুমানিক ৪-৪.৫ কোটি টাকা। “দাগি” টিম তাদের অফিশিয়াল কালেকশন না জানালেও সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে আনুমানিক ৩কোটি ৮০ লাখ টাকা!
জংলি
চকলেট বয় থেকে এবার “জংলি” নিয়ে ব্রুটাল রূপে ফিরেছেন সিয়াম আহমেদ। এই ঈদে তার অভিনীত মুভিটি দর্শকমহলে সাড়া ফেলেছে ব্যাপক। অনেক দর্শক সিনেমা টিতে মজে ছিলেন। সিনেমা টিতে সিয়াম আহমেদ এর বিপরীতে অভিনয় করেছেন বুবলী। এছাড়াও দিঘী ও গুলশান আরা আহমেদ(মৃত্যু: ১৫এপ্রিল ২০২৫) অভিনয় করেছেন সিনেমা টিতে। এম রহিম পরিচালিত এই সিনেমার প্রযোজক হলেন জাহিদ হাসান। “জংলি” সিনেমা টির আনুমানিক বাজেট ২-২.৫ কোটি টাকা। “জংলি” টিম তাদের অফিশিয়াল কালেকশন জানিয়েছে, এখন পর্যন্ত ২কোটি ১০ লাখ টাকা আয় করেছে সিনেমাটি!
চক্কর ৩০২
এবারের ঈদে থ্রিলার মুভি “চক্কর ৩০২” নিয়ে হাজির মোশাররফ করিম। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।পুলিশ অফিসার মঈনুল চরিত্রে দেখা গিয়েছে মোশাররফ করিম কে। এছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন রওনক হাসান ও সুমন আনোয়ার। শরাফ আহমেদ শরিফ নির্মিত সিনেমাটির বাজেট ৮০লাখ টাকা। সিনেমাটি তাদের অফিশিয়াল কালেকশন না জানালেও মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৬০ লাখ টাকা!