রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা!

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা!

#কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট ৮ দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছেন কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় এ আন্দেলন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঈশ্বরদীর আলহাজ্ব মোড়স্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজেস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ধরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিন শেষে আবারো ক্যাম্পাসে এসে তাদের অবস্থান কর্মসূচীতে যোগদান করেন।

৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে-

১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে।

২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করণ করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণরূপে কৃষি মন্ত্রনালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে ন্যূন্যতম ১০ গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠে সংযুক্তির ভাতা প্রদান করতে হবে।

৮. উপ সহকারী কৃষি কর্ম কর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর‌্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে এক জনও ক্লাসে ফিরতে চাননা । তাতে তাদের যেকোন ধরনের প্রতিকূলতাকে পরাভূত করতে তারা সদা প্রস্তুত।

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা!

ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা! #কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরী করন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি এ...

আদালতের এজলাসে পুলিশকে মারধর; ঈশ্বরদী বিএনপির ৬ নেতাকর্মী আটক

পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।   মঙ্গলবার (১৫...

নাটোর বড়াইগ্রামে শিশুকে ধর্শন এর পর হত্যা

  এ যেনো আরেকটি আছিয়ার মতো ঘটনা ঘটে গেলো! ধর্ষণ করার পর হত্যা করে মুখ পুড়িয়ে দিছে যেন কেউ চিনতে না পারে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা, ৭...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

বান্ধবীকে নিয়ে ‘হাসাহাসি’, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা...