রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘জংলি’ তে মজে সন্তান দত্তক

এই ঈদে দেশে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা। এই সিনেমার মূল থিম এক যুবকের সিঙ্গেল ফাদার হয়ে ওঠার গল্প। যা কাঁদিয়েছে হাজারো দর্শকদের। এইবার ‘জংলি’ সিনেমা দেখে বাচ্চা দত্তক নেওয়ার পরিকল্পনা করেছেন আবির ও অদিতি দম্পতি।

অদিতি ও আবির দুইজনেই চাকুরীজীবি। বিয়ের অনেক বছর কেটে গেলেও সন্তানের মুখ দেখেননি তারা। সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেও অদৃশ্য কোনো কারনে আর নেওয়া হয়নি। এবার সেই বাধা অতিক্রম করার আত্মবিশ্বাস পেলেন সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা থেকে।

‘জংলি ‘। ছবিঃ সংগৃহীত

জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে তার আগের রূপে দেখা গেলেও পরবর্তীতে দেখা গিয়েছে এক ভিন্ন রূপে। যেন সত্যিকারের জংলি।

এ সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈঋতা।সিনেমাতে তার অভিনয় ছিলো সাবলীল।যেন সেই সত্যিকারের পাখি। জংলি তাকে প্রথমে এড়িয়ে গেলেও পরে হয়ে উঠেন এক আদর্শ বাবা।

পর্দায় সিয়াম-নৈঋতার অভিনয় দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে। কাঁদিয়েছে হাজারো দর্শককে। তাদের এই গল্প যেন একটু বেশিই আবেগপ্রবণ করেছে এই দম্পতি কে। ‘জংলি’ সিনেমা দেখেই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ বিষয়ে আবির বলেন, আমরা স্বামী-স্ত্রী দুইজনই দ্বিতীয়বার জংলি দেখলাম এবং উপলব্ধি করলাম শুধু জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না। জন্ম না দিয়েও আদর্শ বাবা-মা হওয়া সম্ভব। সেটা জংলি ছবিতে পরিচালক সাহেব দারুণভাবে উপলব্ধি করাতে পেরেছেন। আমরা দীর্ঘদিন ধরেই বাচ্চা দত্তক নেওয়ার পরিকল্পনা করছিলাম। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলাম না। নানাবিধ প্রতিকূলতা। সেটা সামাজিক কারণেও বলতে পারেন। কিন্তু এই ছবি দেখার পর আমরা উভয় সিদ্ধান্ত নেই। সমাজের কে কি বললো সেটা ভাবার দরকার নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দৃঢ়ভাবেই সিদ্ধান্ত নিয়েছি আমরা বাচ্চা দত্তক নেব। ইতোমধ্যে একটি আশ্রমের সঙ্গে কথাও হয়েছে।

আবির যখন কথা বলছিলেন পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী অদিতি। তিনি জানালেন, এমন ছবি সমাজের সব বাবা-মায়েদের দেখা উচিত। যারা বাবা-মা হননি তাদের আরও বেশি দেখা দরকার। সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা হওয়ার দারুণ এক লেসন রয়েছে জংলি সিনেমায়। আমরা যারা মেয়ে। তারা বাবাদের কাছে রাজকন্যা। সেই রাজকন্যাদের প্রতি বাবাদের ভালোবাসা কতটা থাকে। তা এই ছবিতে সিয়াম জন্মদাতা না বাবা হয়ে সেটা দেখিয়েছেন। ছবিটি দেখার পর আমরা জীবনের বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। ব্যাড প্যারেন্টিং, শিশুদের জন্য গুড টাচ, ব্যাড ট্যাচের মতো বিষয়গুলো দেখানোর জন্য ‘জংলি’ টিমের বিশেষ ধন্যবাদ পাওনা।

এই দম্পতি বলেন, আমাদের সমাজে বাচ্চাদের নিয়ে কত কিছু ঘটে। অনেকে বাচ্চা জন্ম দিয়ে রাস্তায়ও ফেলে দিয়ে যান। তারা কিভাবে বড় হয় সেটা খুবই অমানবিক। এই ছবিতে সেটাও দেখানো হয়েছে। আমরা আহ্বান রাখব, এমন ছবি আরও নির্মাণ হোক। মারামারির ছবির বাইরেও এমন ছবি নির্মাণ হলে কিছু মানুষের মাঝেও তো প্রভাব পড়বে। যে প্রভাব আমাদের সমাজ ও সমাজের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে।

উল্লেখ্য, ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

 

এবার আমেরিকা ও ইউরোপে যাচ্ছে দাগি

এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশোর সিনেমা ‘দাগি’। শিহাব শাহীনের পরিচালিত এ সিনেমাটি গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সঙ্গে নিউজিল্যান্ডেও মুক্তি...

ঘটনাস্থলে আসতে দেরি করায় পুলিশের মাথা ফাটালো অভিযোগকারী

গাজীপুর জেলার শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনা হওয়ায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে...

ঈদে মুক্তিপ্রাপ্ত ৪ সিনেমায় এগিয়ে কে

এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে ৪টি সিনেমা এখনো রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাগুলো হলোঃ শাকিব খান অভিনীত "বরবাদ", আফরান নিশো অভিনীত "দাগী",...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সঙ্গেই থাকুন

20,032ভক্তমত
10,054অনুগামিবৃন্দঅনুসরণ করা
113,209গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ সংবাদ

বান্ধবীকে নিয়ে ‘হাসাহাসি’, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা...