আগামী শুক্রবার (৯ মে) জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক এই প্ল্যাটফর্ম আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
আজ সোমবার (৫ মে) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে রাজনৈতিক এই প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, আগামী ৯ মে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে এখনই রাজনৈতিক দল হিসেবে আমরা আসছি না। দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।
তিনি আরও বলেন, আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। ওইদিন সেখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। প্রথমে এর আকার হবে শতাধিকের মতো। এরপর আহ্বায়ক কমিটি বর্ধিত করা হবে। এই প্ল্যাটফর্ম চারটি বড় সংকট থেকে দেশকে মুক্ত করতে চায়। এই চারটি হলো— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি।
এর আগে গত ১০ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন জুনায়েদ। সেদিন ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।