ঢাকায় “মার্চ ফর গাজা”: ফিলিস্তিনের প্রতি সংহতিতে লাখো মানুষের ঢল
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে চলমান গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে “মার্চ ফর গাজা”। ফিলিস্তিনের নিরপরাধ নাগরিকদের ওপর অবৈধ দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে এ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ।
সকালের শুরু থেকেই রাজধানীসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে দলে দলে মানুষ ঢাকায় এসে জড়ো হতে থাকেন। আয়োজনটিতে অংশগ্রহণ করেন দেশের শীর্ষ আলেম-ওলেমা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা, সমাজকর্মী এবং সাধারণ জনগণ। উপস্থিত মানুষের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন।
প্রতিটি কণ্ঠে ধ্বনিত হয়েছে একটাই স্লোগান—“Free, Free Palestine!”
আজকের এ গণজমায়েত রাজধানী ঢাকাকে যেন একটুকরো ফিলিস্তিনে পরিণত করে। আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষ থেকে একটি দৃঢ় অবস্থান।
ছবিতে ধরা পড়েছে আজকের “মার্চ ফর গাজা”—একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে বাংলার মানুষ তাদের হৃদয়ের ভালবাসা ও প্রতিবাদ একত্রে মিশিয়ে গর্জে উঠেছে ফিলিস্তিনের পক্ষে।