শুক্রবার ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক জুলাই
স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ফরহাদ মাজহার।
এই সময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন,
ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বাংলাদেশ গঠন নিয়ে বলতে গিয়ে আরো বলেন,
শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগবে উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ফরহাদ মজহার, মিরপুরে আন্দোলনে আহত মাহফুজুর রহমান, আবুল বাসার সোহেল, সম্মুখ সারির যোদ্ধা আলী নুর, কবি নকিব মুকশি, হাসনাত শোয়েব, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, উদয় হাসান ও মিলন হোসেন প্রমুখ।