পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা ও স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। এদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন অগ্নিকাণ্ডের রাতেই ফেসবুকে স্ট্যাটাস দেন—“মিশন কমপ্লিট”।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ অজ্ঞাত আসামি করে থানায় মামলা করলে সন্দেহভাজন হিসেবে এদের আটক করা হয়। পুলিশের মতে, সিজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত করছে সিআইডির একটি টিমও।