‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর ফলে কৃষি গুচ্ছের এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় আধা ঘণ্টা দেরিতে আসাতে এক ভর্তি পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ করেন। অন্যদিকে আধাঘণ্টা পরেও অনেক ভর্তিচ্ছুদের কেন্দ্রে ঢুকার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক কেন্দ্রে এমন ঘটনা ঘটে। তবে তৎক্ষণাৎ বিলম্ব হওয়ার বিষয় নিয়ে কোন ভর্তিচ্ছুদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আধা ঘণ্টা দেরিতে আসায় পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করছে এক ভর্তিচ্ছু। জানা যায়, ওই শিক্ষার্থীদের কেন্দ্র পড়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে। ভিডিওতে ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি আধা ঘণ্টার জন্য পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে ঢুকতে দেয়নি।’
তিনি আরো বলেন, ‘আমি অনুরোধ করলাম, অন্তত পিছনের দিকে একটা সিট যেন পাই। উপরের দিকে র্যাংকিং তো পাচ্ছি না আর।’
সশরীরে বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবনে গিয়ে দেখা যায়, বিকেল ৩টা ৩২ মিনিট এবং ৩৮ মিনিটে পর পর দুজন নারী শিক্ষার্থী তাড়াহুড়ো করে কেন্দ্রে ঢুকছেন এবং রোভার স্কাউটের কয়েকজন সদস্য এগিয়ে এসে প্রবেশপত্র চেক করে কক্ষ খুঁজে পেতে সাহায্য করছেন।
এ বিষয়ে মোকাররম হোসেন ভবনে দায়িত্বরত রোভার স্কাউটের সদস্য আরাফাত আক্তার তামান্না বাংলাদেশ ডেইলি স্টার কে বলেন, ‘অন্তত ৫০ জনের মতো শিক্ষার্থী পরীক্ষার হলে দেরিতে ঢুকেছে। আমি কয়েকজনকে কার্জন হলেও গিয়ে দিয়ে আসছি। মূলত আজকে রাজধানীতে যানজটের কারণে শিক্ষার্থীদের কেন্দ্র খুঁজে নিতে দেরি হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘কেন্দ্রে দায়িত্বরত ম্যাম আমাদের আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলেছেন। পাশাপাশি অন্য ভবনে আসন পড়েছে এমন ভর্তিচ্ছুদেরও আমরা ঢুকতে দিয়েছি এবং স্যাররা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন।’
এর আগে গত ১০ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল গুচ্ছ পদ্ধতিতে ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মার্চ ফর গাজাকে ঘিরে সকাল থেকেই রাজধানীর শাহবাগসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট শুরু হয়। ফলে কোন কোন স্থানে যানচলাচল পুরোপুরি বন্ধ হওয়ার ঘটনাও ঘটে।