আজ ২০ এপ্রিল , রবিবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দেখেশুনে শুরু করলেও দলীয় ৩১ রানেই আউট হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন ওপেনার সাদমান ইসলাম। এরপর দলীয় ৩২ রানেই ফেরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় । অধিনায়ক শান্ত ও মমিনুল কিছুটা চাপ সামলানোর চেষ্টা করেন, কিন্তু দলীয় ৯৮ রানে ফিরেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত , মুশফিকুর রহিম ও ধরতে পারেননি ম্যাচের মোমেন্টাম। মমিনুল ফেরেন নিজের ব্যাক্তিগত ৫৬ রানে। আসা যাওয়ার মিছিলে প্রথম দিনে মাত্র ১৯১ রানেই অলআউট হয় বাংলাদেশ।